জেনে নিন আপনি লিভার ডিজিজ এ আক্রান্ত কিনা?

 জেনে নিন আপনি লিভার ডিজিজ আক্রান্ত নন তো?

লিভার শরীরের একটি গুরুত্বপূর্ণ Vital organ যা কিনা পরিপাক ক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে। শরীরের সব বর্জ্য পদার্থ বের করে শরীরকে সুস্থ রাখা লিভারের কাজ। কিন্তু যদি লিভার তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় তাহলে বাড়ে মৃত্যুঝুঁকি।
আজ আমি আপনাদের সামনে লিভার ডিজিজ এর কিছু গুরুত্বপূর্ণ সিমটম নিয়ে আলোচনা করব যেটি দেখে আপনিও জেনে নিতে পারবেন আপনি বা আপনার কোন আপনজন লিভারের কোন ডিজিজে ভুগছেন কিনা?




সাধারণ লক্ষণ:
∆ ত্বক এবং চোখ হলুদ হয়ে যাওয়া।
∆ পেটের ডান দিকের উপরাংশে ব্যথা।
∆ বমি বমি ভাব বা বমি করা।
∆শরীর খারাপ লাগা।
∆পেট ফুলে যাওয়া বা এসাইটিস।
∆ঘুম ঘুম ভাব এবং ক্লান্ত ।
 ∆ ত্বকে চুলকানি।
∆ জন্ডিস ।
∆গাঢ় হলুদ রংয়ের প্রস্রাব।
∆পেটে বা পায়ে পানি আসা ।
∆ক্ষুধামান্দ্য।
∆ওজন কমে যাওয়া।
∆ অল্প পরিশ্রমে দুর্বলতা।
∆ সহজে কালশিরা পড়ে
লিভারের অসুখ এর বিভিন্ন পর্যায়
১.fatty liver আজকাল এটা একটা কমন সমস্যা।যা অনেক পেশেন্ট এর মধ্যে এটা দেখা যায় তবে সুচিকিৎসার দ্বারা এই ফ্যাটি লিভারের সমস্যা  সমাধান হয়েে যায় ইনশাআল্লাহ।
২. Inflammation,- অনেক সময়ই এর কোনো উপসর্গ থাকে না। মদ্যপায়ী  তারা তাদের এই সমস্যার উপসর্গ বেশিমাত্রায় দেখা দেয় এবং জটিলতাও বাড়ে।
৩. Fibrosis -অনিয়ন্ত্রিতভাবে লিভারের টিস্যু বাড়তে থাকে ।নতুন অসুস্থ টিস্যু গুলো স্বাস্থ্যকর টিস্যুগুলোর জায়গা নিতে থাকে এবং ধীরে ধীরে  লিভার ডেমেজ হতে থাকে।
Cirrhosis of liver -এই পর্যায়ে লিভার এত ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যেখান থেকে ফেরার আশা থাকে না বললেই চলে! সেই ক্ষতির সূত্র ধরেই রোগীর কিডনি ও মস্তিষ্কের ক্ষতি হতে থাকে।
৫. End- stage- liver disease (ESLD)- এই পর্যায়ে লিভার পুরোপুরি ড্যামেজ হয়ে যেতে পারে। হেপাটাইটিসের চরম পর্যায়ে পৌঁছাতে পারে।
Liver cancer-পেশেন্টের (ESLD)  পর্যায়ের।
 পড়ে বা সিরোসিস অফ লিভার এর পরবর্তী পর্যায়ে এটি হতে পারে
Diagnosis- 
1. USG (ultrasonography)
2.C.T Scan. 
3. Liver biopsy.

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ