Herpes Simplex Virus Infection

 Herpes Simplex virus Infection:

আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে  Herpes Simplex virus Infection.

 অধিকাংশ ক্ষেত্রে প্রসবের সময় নবজাতকের এই ভাইরাস দিয়ে(HSV-2) সংক্রমণ হয়। 10% নবজাতক সংক্রমিত হয় জন্মের পরে নিকটাত্মীয়  কারো সংস্পর্শ থেকে।









লক্ষণসমূহ: 25% ভাগ ক্ষেত্রে লক্ষণসমূহ জন্মের প্রথম দিন এবং 2/3 ভাগ ক্ষেত্রে প্রথম সপ্তাহে দেখা যায়।

*Skin- ulcerative vaiscular lesion বা ত্বকে ফোস্কার ন্যায় ঘা।

*CNS-স্নায়ুতন্ত্র :অবসন্ন দেহ, খিচুনী, খাদ্য গ্রহনে অনীহা,মেনিনজাইটিস সংক্রমণ হয়ে জ্বর, ঘাড় শক্ত হওয়া ইত্যাদি।

*চোখে কেরাটো কনজাংটিভাইটিস হয়ে চোখ লাল হবে, পানি পড়বে, জ্বালাপোড়া হবে।

*দেহের তাপমাত্রা বাড়তে বা কমে যেতে পারে।

* নিউমোনিয়ার লক্ষণ দেখা দিতে পারে- কাশি জ্বর বা শ্বাসকষ্ট থাকতে পারে।

* হেপাটাইটিস থেকে জন্ডিস ও দুর্বলতা দেখা যেতে পারে।








Investigation:

#CBC test

#Liver function Test 

#Multinucler giant cell এবং Intracellular inclusion microscopic Test.

#ELISA test এ antigen পাওয়া যাবে।

#CSF test করলে protein বেশি পাওয়া যাবে।

চিকিৎসা এবং ব্যবস্থাপনা: লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ দেয়া যেতে পারে যেমন- Apis Mel, Ars Alb, Sulphur, Echin ang,Calc sulph, Merc sol, Syphilinum, Bell, R.tox. ওষুধ প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে হবে।

সেই সাথে  মা এবং শিশুর প্রয়োজনীয় পুষ্টি ও খাবার প্রদান করতে হবে।

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে ।

সুস্থ থাকুন । ভালো থাকুন।

Dr. Khaleda Jahan Jenny.

D H M S Dhaka

Doctor's homeo hall

















মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ