Appendicitis








Appendicitis

মানুষের বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত কনিষ্ঠ আঙ্গুলের মত একটি সরু ু নলের মত অঙ্গ যার নাম এপেনডিক্স। লম্বায় এটি দুই থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এটি তলপেটের ডান দিকে থাকে। এর সঠিক কাজ যে কি তা বিজ্ঞানীদের কাছে এখনো অস্পষ্ট এটা large intestine এর একটা অংশ কিন্তু এটা অন্যান্য প্রাণীদের মধ্যে খাদ্য হজমে সাহায্য করে।

বয়স -

এটা যে কোন বয়সে ঘটতে পারে। কিন্তু দশ থেকে ত্রিশ বছর বয়সের ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায়।

অ্যাপেন্ডিসাইটিস এর উপসর্গ

পেটের নিচের ডান দিকে ব্যথা অ্যাপেন্ডিসাইটিস এর বৈশিষ্ট্য আপনি এর সাথে যুক্ত  অন্যান্য উপসর্গ ও অনুভব করতে পারেন।

যেমন-

✓পেট খারাপ বা কোষ্ঠকাঠিন্য ।

✓অল্প মাত্রার জ্বর

 ✓বমি বমি ভাব এবং বমি করা✓

 ✓ক্ষুধা না হওয়া ।

✓পেটস্ফীতি বা ফোলা।

✓ গ্যাস বের করতে অক্ষমতা।

✓ নাভির চারপাশে ব্যথা  বিশেষ করে পেটের ডানদিকে ব্যথা।

এর উপসর্গগুলি হাঁটা চলা , তলপেটে চাপ দেওয়া কিংবা কাশতে থাকায় আরো খারাপ হতে পারে।





Diagnosis -

*C. B. C test.

* Urine for R/M/E.

*  U. S. G abdomen 

* C. T scan 

চিকিৎসা- বর্তমানে  এপেন্ডিসাইটিসের রোগীকে প্রাথমিক পর্যায়ে সঠিক হোমিও চিকিৎসা রোগীকে দেয়া সম্ভব হলে খুব সফলতার সাথে রোগী আরোগ্য লাভ করে। আর যদি রোগীর অবস্থা  বেশি জটিল অবস্থায় পৌঁছে যায় তাহলে হাসপাতালে ভর্তি করানোই উত্তম।

সুস্থ থাকুন ভালো থাকুন ।আল্লাহ হাফেজ।।

Dr. Khaleda Jahan Jenny 















মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ