Abdominal migraine (Dr. Khaleda Jahan Jenny)

 




আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব যে

 বিষয়টি নিয়ে সেটা হল abdominal migraine.

 সহজ বাংলায় পেটের মাইগ্রেন বলা হয়। আগে আমরা জানবো 

 abdominal migraine আসলে কি? 

প্রাপ্তবয়স্কদের মতো শিশুদের মাইগ্রেন হতে পারে।

 প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও এটি একই ধরনের symptoms নিয়ে

 দিতে পারে। যে সিমটমস গুলো মাইগ্রেনের মাথাব্যথার সাথে

 দেখা দেয় যেমন বমি ভাব, বমি আলোক আতঙ্ক বা

 ফটোফোবিয়া ইত্যাদি। পেটের মাইগ্রেন এমন একটি অবস্থানের

 সাথে সম্পর্কিত বলে মনে করা হয় যা পেটে ব্যথা দ্বারা চিহ্নিত

 করা হয় এটা প্রায়ই ক্লাসিক মাইগ্রেনের সাধারণ লক্ষণ  সদৃশ হয়!

 ব্যথা তীব্র হতে পারে বমি বমি ভাব এবং বমি হতে পারে, পেটে

 cramp pain  হতে পারে। প্রাপ্তবয়স্কদের মধ্যে এ রোগটি

 বিরল। সাধারণত 2 থেকে 10 বছর বয়সের শিশুদের মধ্যে

 প্রথমবার ঘটে। বিশেষজ্ঞরা এবডোমিনাল মাইগ্রেন

 নিউরোলজিক বা এন্ডোক্রিনোলজিক পরিবর্তনের সাথে

 সম্পর্কিত বলে মনে করেন এবং শরীরে সেরোটোনিন এবং

 হিস্টামিনের মাত্রায় পরিবর্তনের কারণে হতে পারে জিনগত

 কারণে ও হতে পারে । মাইগ্রেনের পারিবারিক ইতিহাস আছে

 এমন শিশুদের মধ্যে 60 পার্সেন্ট শিশুদের এই disease বেশি

 দেখা যায়। 





Abdominal migraine এর লক্ষণ:

*বমির ভাব বা বমি।

*ফ্লাশিং অনুভূতি।

*খেতে না পারা বা ক্ষুধা না লাগা।

*চোখে নিচে কালো দাগ হওয়া।।

*ব্যথার আক্রমণ বেশ মারাত্মক এবং আকস্মিক হওয়া।

*কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা অথবা 2 থেকে 3 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

*দুর্বলতা বা অলসতা

*আলোক আতঙ্ক থাকতে পারে।

Diagnosis: আসলে এর কোন নির্দিষ্ট ডায়াগনস্টিক  বা পরীক্ষা

 নেই ।তবে চিকিৎসকরা সাধারণত পারিবারিক ইতিহাস  ও

 রোগলক্ষণ দ্বারা এ রোগ নির্ণয় করে থাকেন।

Treatment:

 যেহেতু এটা বেশি দিন স্থায়ী হয় না, তাই রোগ আক্রমণ অবস্থায়

 রোগীর একটু যত্ন নিতে হবে রোগীকে পর্যাপ্ত ঘুমাতে দিতে হবে

 সহজে হজমযোগ্য নরম খাবার খেতে দিতে হবে বাইরে

 ভাজাপোড়া, ফাস্টফুড, চকলেট খাওয়া থেকে বিরত থাকতে

 হবে এবং লক্ষণ অনুযায়ী হোমিও ঔষধ প্রয়োগ করা যেতে

 পারে। ঘন ঘন  বিশুদ্ধ পানি পান করতে  হবে। অতিরিক্ত ঝাল

 টক মিষ্টি খাবার থেকে বিরত থাকতে হবে। সুস্থ থাকবেন ভালো

 থাকবেন ।

Dr. Khaleda Jahan Jenny.

Bangladesh homoeopathic medical college and hospital Dhaka .





মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ