গর্ভকালীন জটিলতায় আপনার আপনজন আক্রান্ত নয় তো??




পেটে বাচ্চার মাথা তৈরি না হওয়ার কারণ এবং তার প্রতিকার:
গর্ভাবস্থায় মায়েদের বিভিন্ন রকমের জটিল সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এই সমস্যাগুলো কোনটা পুষ্টিহীনতার কারণে হয়ে থাকে কোনটা জেনেটিক কারণে হয়ে থাকে কোনটা মায়ের শারীরিক সমস্যার কারণে হয়ে থাকে। কোন দুর্ঘটনা বসত হয়ে থাকে

   অনেক সময় গর্ভবতী মায়েদের  ৪-৫ বা ৬মাসের সময় আল্ট্রা করতে এসে দেখা যায় বাচ্চার হাত-পা-হার্টবিট সব ঠিক আছে, মেশিনে দেখা যাচ্ছে শিশুটি নড়াচড়া করছে কিন্তুু মাথার (খুলির) স্ক্যাল অংশ নাই  এবং ব্রেইন তৈরি হয় নাই ।

 

এই সমস্যাকে Anencephaly বলা হয়। এটা সাধারণত নিউরাল টিউব ডিফেক্টে হয়। এই নিউরাল টিউব কনসিভের পর ৪-৫ সপ্তাহ বা ২৮-৩২ দিনের মধ্যে তৈরি হয়ে বন্ধ হয়ে যায়। যদি কোনোক্ষেএে টিউবের কোনো অংশ বন্ধ না হয় তখনই নিউরাল টিউব ডিফেক্ট হয়ে জন্মগত এই ত্রুটি Anencephaly হয়। 

আর এই নিউরাল টিউব ডিফেক্টের কিছু কারন যেমনঃ মা-বাবার জীনগত কিছু সমস্যা, আরো ফলিক এসিড এর ঘাটতি, কিছু এন্টিসাইকোটিক ড্রাগস, ওপিয়ড ঔষধ যা গর্ভকালীন সময়ের প্রথম ২মাসে খেলে ইত্যাদি।

 

ডায়াগনোসিস ?

১২-১৪ সপ্তাহের মধ্যে আল্ট্রাসনোগ্রাম করলেই ডায়াগনোসিস করা সম্ভব।  এছাড়াও মায়ের Serum Alpha-fetoprotein(elevated), MRI, Amniocentesis ইত্যাদি টেস্টের মাধ্যমে জানা সম্ভব। 

চিকিৎসা:

এর কোনো চিকিৎসা নাই। 


প্রতিরোধ ব্যবস্থা:


অবশ্যই অবশ্যই অবশ্যই কনসিভ করার পর থেকে প্রথম ৩মাস ফলিক এসিড সেবন করতে হবে। এমনকি যারা কনসিভ করতে চাচ্ছেন তাদেরকেও কনসিভের আগে থেকেই ফলিক এসিড খেতে হবে। প্রথম দুইমাস কোনো প্রকার ওপিয়ড মানে ব্যথানাশক ঔষধ খাবেন না, এন্টিসাইকোটিক ড্রাগস খাওয়া য

এরা অনেক সময় গর্ভেই নস্ট হয়ে যায় অথবা মারা যায়। 

আর জন্মের সাথে সাথে বা কয়েক ঘন্টা/দিন/সপ্তাহের মধ্যেই মারা যায়। বিভিন্ন রিপোর্টের মাধ্যমে এটা প্রমানিত এই ধরনের শিশুরা জন্মের পর ১বছরের মধ্যে ১০০% ক্ষেএে মারা যায়। এরা হয় অন্ধ নয়তো বধির আর এদের কনসাসনেস থাকে না।

সবাই সতর্ক এবং সাবধানে থাকবেন।সুস্থ থাকবেন ভালো থাকবেন।

Dr. Khaleda Jahan Jenny.

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ