শিশুদের কান্না এবং তার সমাধান





শিশুদের কান্না একটি স্বাভাবিক বিষয়। যেহেতু তারা কথা বলতে পারে না তাদের কোন কষ্ট বা অস্বস্তি প্রকাশের একমাত্র উপায় হল কান্না। তখন বাবা মায়েদের ঠিক করা উচিত তা তারা অনেক সময় বুঝতে পারে না ।
তাই আমি আজকে লিখবো শিশুদের কান্নার সমস্যায় আমাদের কি করনীয় ??
  • প্রথমত শিশুরা যদি কোনরূপ শারীরিক অসুস্থতার জন্য কাঁদে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে তাকে নিয়মিত চিকিৎসা সেবা দিতে হবে অসুস্থতা ব্যতীত অন্য কোন কারণে কাঁদলে যা করণীয় সেগুলো হচ্ছে --
  • শিশুদের কান্নার সবচেয়ে সাধারণ কারণ হলো ক্ষুধা। শিশুদের পেট অনেক ছোট অনেক সময় শিশুরা খাবার কিছুক্ষণ পরে আবার ক্ষুধাবোধ করতে পারে ।তাই শিশু কান্না করলে শিশুকে খাবার খেতে দিন।
  • শিশুর ঘুম পেলে অনেক সময় শিশুরা ক্লান্ত হয়ে অনবরত কেঁদে চলে ।আপনি মাথায় হাত বুলিয়ে বা হালকাভাবে দোল দিয়ে ঘুমানোর চেষ্টা করতে পারেন।
  • অনেক সময় শিশুরা আবদ্ধ ঘরে থাকতে চায়না ।বাইরে ঘোরাফেরার জন্য বা ঘুরে বেড়ানোর জন্য কাঁদে তাই তাকে নিয়ে বাইরে একটু পায়চারি করতে পারেন।
  • ন্যাপি বা ডায়াপার ভেজা থাকলে শিশু অনেক সময় বিরক্ত বোধ করে বা অস্বস্তি বোধ করে ।কখনো কখনো চুলকায় সেক্ষেত্রে একটু চেক করে দেখুন আপনার বাচ্চার ডায়াপার ভিজে গিয়েছে কিনা। আর বাসায় সর্বদাই ডায়াপার পড়া থেকে বিরত থাকুন।
  • আবহাওয়ার পরিবর্তনের কারণে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডার কারণেও শিশুরা কাঁদতে পারে সে ক্ষেত্রে আবহাওয়া অনুযায়ী পোশাক  পরিধান করান।
  • অনেক সময় শিশুর এমনি কাঁদে তাদেরকে জড়িয়ে ধরুন আদর করুন কান্না থেমে যাবে।
  • অতিরিক্ত জনসমাগম ভি ড় বা কোলাহল অথবা অতিরিক্ত আওয়াজ এরকম পরিবেশে শিশুরা অনেক সময় ভয় পেয়ে থাকে বা বিরক্ত হয়ে থাকে সে ক্ষেত্রেও কাঁদে তাই কাঁদলে এ সকল পরিবেশ এড়িয়ে চলুন।
  • কোন কীটপতঙ্গের কামড়ে র কারণে অনেক সময় বাচ্চারা কেঁদে থাকে সেক্ষেত্রে লক্ষ্য রাখুন আপনার বাচ্চারা যেন এগুলো থেকে নিরাপদ থাকে।

 আজকের মত এ পর্যন্তই যদি কারো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।

Dr. Khaleda Jahan Jenny
Bangladesh homoeopathic medical college and hospital.
01940382900(WhatsApp)

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ