রোগ নিরাময়ে হোমিওপ্যাথি



হোমিওপ্যাথিতে কি সকল ধরনের রোগ  নিরাময় সম্ভব??

আসসালামু আলাইকুম। ফোন করে বা চেম্বার এসে অনেকেই আমাকে প্রশ্ন করেন হোমিওপ্যাথি ওষুধ খেলে কি জন্ডিস ভালো হয় ?থ্যালাসেমিয়া ভালো হয়? ক্যান্সার ভালো হয়? অ্যাজমা ভালো হয় ?পিত্ত পাথর ,কিডনি পাথর ভালো হয় ইত্যাদি ইত্যাদি  রোগ ভালো হয়? 
এখন কথা হচ্ছে হোমিওপ্যাথিক কোন রোগের চিকিৎসা করে না রোগীর চিকিৎসা করে। আরো ভালো করে বুঝাতে গেলে বলা যায় উদাহরণস্বরূপ কোন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কোন একজন রোগী গেলেন তার নাম মনির। এখন এই মনিরের লক্ষণগুলো হচ্ছে তার জন্ডিস আছে ,পিত্ত পাথর আছে, হেপাটাইটিস ভাইরাস পজিটিভ, জ্বর আছে ,মাথা ব্যথা আছে, চোখে ব্যথা আছে ঠান্ডা লেগেছে ডায়রিয়া আছে ইত্যাদি ইত্যাদি তার অনেক রোগ লক্ষণ আছে। এখন একজন আদর্শ হোমিওপ্যাথি ডাক্তার মনিরের জন্য  জন্ডিস  হেপাটাইটিস মাথাব্যথা জ্বর ডায়রিয়া ইত্যাদি  আলাদা আলাদা রোগের চিকিৎসা না করে ব্যক্তি মনিরের মানসিক এবং শারীরিক লক্ষণ নিয়ে তার সর্বদৈহিক চিকিৎসা করবেন। অবাক হচ্ছেন হ্যাঁ এটাই হচ্ছে হোমিওপ্যাথি। তিনি লক্ষণ সাদৃশ্যপূর্ণ ওষুধ প্রদান করবেন।
এবং রোগী সুস্থ হবে।




তবে হ্যাঁ এক্ষেত্রে একটি কথা হচ্ছে কোন চিকিৎসা ব্যবস্থা স্বয়ংস্ম্পূর্ণ নয় কবিরাজী বলেন এলোপ্যাথি বলেন বা হোমিওপ্যাথি। সকল সমস্যার সমাধান যে হোমিওপ্যাথিতে আছে তা কিন্তু নয় যেমন কোন দুর্ঘটনা বসত কারো যদি হাড় ভেঙে যায় সে ক্ষেত্রে অবশ্যই রোগীকে কোন হসপিটালে গিয়ে প্লাস্টার নিতে হবে।
আবার ধরুন কেউ জন্মান্ধ সে যদি এসে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা  চায় সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি অপারগ।





হোমিওপ্যাথি মূলত দুই ধরনের রোগের চিকিৎসা করে থাকে 
একটা হচ্ছে একিউট ডিজিজ বা অচিরে রোগ যেমন  মাম্পস, হাম ,বসন্ত, পাতলা পায়খানা বা ডায়রিয়া, জ্বর, ঠান্ডা ,কাশি, নিউমোনিয়া বা যেকোনো ধরনের প্রদাহ যেমন গ্যাস্ট্রাইটিস অ্যাপেন্ডিসাইটিস, কনজাংটিভাইটিস ইত্যাদি।।
আরেকটা হচ্ছে ক্রনিক ডিজিজ বা পুরাতন রোগ  বাত ব্যথা, ডায়াবেটিস, অ্যাজমা, হাড় ক্ষয়, হার বৃদ্ধি পাওয়া, নেফ্রাইটিস সহ কিডনির বিভিন্ন রোগ ,লিভার এর বিভিন্ন রোগ, চোখের ছানি টিউমার ,ক্যান্সার , পুরাতন কান পাকা, মানসিক রোগী ,হাই প্রেসার ইত্যাদি।
সর্বোপরি কথা হচ্ছে  যে কোন ধরনের নতুন এবং পুরাতন রোগ যেগুলো ্্ মানসিক বা শারীরিক অভ্যন্তর থেকে তৈরি হয় সে সকল ক্ষেত্রে  কেস টেকিং এর মাধ্যমে লক্ষণসাদৃশ্যপূর্ণ সঠিক  সূক্ষ্ম মেডিসিন প্রয়োগ করলে অবশ্যই রোগী সুস্থ হবে ইনশাল্লাহ। 
আর যেগুলো বাহ্যিক কারণে যেমন আঘাত প্রাপ্তির কারণে যে সকল শারীরিক সমস্যা দেখা যায় সেগুলো  হোমিওপ্যাথি মেডিসিন দ্বারা চিকিৎসা সম্ভব । কিন্তু দুর্ঘটনা জনিত কারণে যদি শরীর থেকে কোন অঙ্গ-বিচ্যুতি বা সার্জিক্যাল কোন সমস্যা অথবা হাড় ফ্রাকচারজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই রোগীকে হসপিটালে প্রেরণ করতে হবে।

পরিশেষে শুধু একটা কথাই বলতে চাই হোমিওপ্যাথি একটা আধুনিক বিজ্ঞান সম্মত চিকিৎসা ব্যবস্থা। এখানে প্রায় সকল ধরনেরই জটিল এবং কঠিন মানসিক এবং শারীরিক রোগীদের অত্যন্ত যত্ন সহকারে বিনা কষ্টে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দেয়া।


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ